Posts

আগামী কাল ১৭/০৩/২০২১ প্রাইমারি প্রশ্ন ভুল মামলার পিটিশনার দের গুরুত্ব পূর্ণ দিন ।

Image
আগামী কাল ১৭/০৩/২০২১ প্রাইমারি প্রশ্ন ভুল মামলার পিটিশনার দের গুরুত্ব পূর্ণ দিন । ৭৩৮ জনের ভাগ্য কাল বিচার্য্য হতে চলেছে। ১৫নম্বর কোর্ট তে ৩১/৩২/৩৩/৩৪নম্বর সেরিয়াল তে কাল লিস্টেড কেস টি। এছাড়া অনামিকা মন্ডল কেস টি লিস্টেড ৪০নম্বর সিরিয়াল তে। কিছু চাকরী পার্থীর ভাগ্য হয়তো খুলতে চলেছে আগামীকাল।

আল কায়দা জঙ্গী গ্রেফতার মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর অঞ্চল থেকে:-

Image
আজ ভোরবেলা NIA আধিকারিকরা অপারেশন চালিয়ে সর্বমোট 9 জন সন্দেহজনক আল-কায়দা জঙ্গীকে গ্রেফতার করল। তাদের মধ্যে 6 জন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর অঞ্চল থেকে এবং 3 জন কেরলা থেকে। সূত্রের খবর, কেরলের 3 জনের মধ্যে 2 জনই আবার মুর্শিদাবাদের বাসিন্দা।  ধৃতদের কাছ থেকে বোমা তৈরির উপাদান, দেশীয় পিস্তল, ধারালো অস্ত্র, ডিজিটাল ডিভাইস, জেহাদি কাগজপত্র-সহ অনেক জিনিস উদ্ধার হয়েছে। তাদের জেরা করে প্রাথমিকভাবে জানা গিয়েছে, পাকিস্তানে আশ্রয় নেওয়া আল-কায়দা জঙ্গিদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয়েছিল ধৃতদের। তারপর তাদের বক্তব্য অনুপ্রাণিত হয়ে দিল্লি-সহ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় একাকী হামলার ছক কষছিল তারা। এর জন্য টাকা সংগ্রহ করার পাশাপাশি ধৃতদের মধ্যে কেউ কেউ দিল্লি গিয়ে অস্ত্র জোগাড়ের পরিকল্পনাও করেছিল।  ব্যাপারটা ভারতীয় ইন্টেলিজেন্সের নজরে আসে। NIA তদন্ত শুরু করেছে। .... রাজকুমার ঘোষ।

"RIP" - এর সংজ্ঞা কি ...?

Image
“RIP" - এর সংজ্ঞা কি ...?  প্রায়শঃই আমরা দেখি যেই কারও মৃত্যুর খবর আসে তো অধিকাংশ লোক RIP লিখে msg করতে থাকেl আজকাল সোশ্যাল মিডিয়ায় লেখাপড়া জানা উচ্চশিক্ষিত লোক প্রকৃত অর্থ, প্রকৃত ভাব না জেনে, না বুঝে *RIP* লিখছেনl একে অপরকে দেখে RIP লেখার জন্য, বলার জন্য প্রতিযোগিতার লাইন লেগে যায়l আগে একটু বোঝার চেষ্টা করুন এই "RIP" কি? আজকাল দেখা যাচ্ছে কোনও মৃতাত্মার প্রতি RIP লেখা যেন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছেl এইরকম এইজন্য হয়েছে, বিদেশিদের নকল করার কারণে, আমাদের যুব সমাজের মধ্যে ধর্মের ভ্রান্তিমূলক ধারণা অথবা এই বিষয়ে তারা অবগত নয় বলে মূল বাক্য সংক্ষিপ্ত হয়ে গেছেl ''RIP'' শব্দের অর্থ "Rest in Peace'' (শান্তিতে আরাম করো)l এই শব্দ তাদের জন্য প্রযোজ্য যাদের কবরস্থিত করা হয়l কারণ খ্রিষ্টান বা মুসলিমদের মান্যতা অনুসারে যখন কোন 'জাজমেন্ট ডে' অথবা 'শেষ বিচারের দিন' আসবে, সেইদিন কবরস্থিত এই সমস্ত মৃতরা পুনরুজ্জীবিত হয়ে উঠবেl সেই কারণে, তাদের জন্য বলা হয়ে থাকে, সেই শেষ বিচারের দিনের অপেক্ষায় "শান্তিতে আরাম করো" তথা 'Rest in Peace...

ফেসবুকের নতুন নিয়ম

Image
1st October থেকে Facebook এ নতুন নিয়ম আসছে, এই Related Notification প্রায় সবাই পেয়েছে। এবার থেকে নিজের ফেসবুক একাউণ্টকে বাঁচিয়ে রাখার জন্য যে যে জিনিসগুলো করা বন্ধ করতে হবে, সেগুলো মন দিয়ে দেখুন -  @  Intellectual Property : অন্য কারোর নিজের বানানো ভিডিও (Movie Clip, YouTube Video, গান ইত্যাদি) তার Permission ছাড়া Upload করা যাবে না। কয়েকটা শেয়ার পেতে পারেন, এই আশায় এসব করা বন্ধ করুন।  @ Fraud or Scam : কোনো রকমের Fraud Website, Fraud Business বা Scam (ফেসবুকে কোনো Link Share করার আগে সেটা যাচাই করবেন) Promote করা যাবে না। @ Mocking Victims : কাউকে নিয়ে Facebook এ Directly খিল্লি করা যাবে না। কারোর কোনো পোস্টের Screenshot তুলে (যদি সেই পোস্টটা কোনো অপরাধযোগ্য না হয়) উপহাসের পাত্র বানানো চলবে না। @ Bullying : কাউকে Facebook এ সবার সামনে Directly অপমান করা চলবেনা৷ এটা অনেকটা আগের Point টার মতোনই। অপমান, উপহাস - এসব বন্ধ করতে হবে।  @ Child Abuse : কোনো বাচ্চাকে Mentally & Physically Harassment করা চলবে না ফেসবুকে। এবং এই ধরনের কোনো ভিডিও আপলোড করা যাবে ন...

আগামীকাল বহু প্রতীক্ষিত আপার প্রাইমারি মামলার শুনানি

Image
 আগামীকাল বহু প্রতীক্ষিত আপার প্রাইমারি মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। ইচ্ছামত টেটের নাম্বার বাড়িয়ে দেওয়া, রেসিও না মানা প্রভৃতি অভিযোগে জেরবার উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে আগামীকাল। আপার প্রাইমারির বঞ্চিত হবু শিক্ষকদের হয়ে এই মামলা গুলি লড়বেন আইনজীবী ফরদৌস সামিম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য। এই মামলার দিকেই তাঁকিয়ে রয়েছেন রাজ্যের কয়েক হাজার চাকরি প্রার্থী।       আগামীকাল প্রথম দুটি মামলাই রয়েছে আপার প্রাইমারী সংক্রান্ত। প্রথম মামলাটি আছে ভানু রায় বনাম রাজ্য সরকার। এই মামলায় চাকরিপ্রার্থীদের হয়ে লড়বেন আইনজীবী ফিরদৌস শামিম। অন্যদিকে দ্বিতীয় মামলাটি হল আস্তারুল ইসলাম বনাম রাজ্য সরকার। এই মামলায় চাকরিপ্রার্থীদের হয়ে লড়বেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য। এই মামলার উপরেই নির্ভর করছে স্কুলের উচ্চ প্রাথমিক স্তরে নিয়োগ। চাকরি প্রার্থীদের আশা এবার বঞ্চনার অবশান ঘটবে এবং হাইকোর্টের রায় তাঁদের পক্ষেই আসবে।

ICMR এর তরফ থেকে ভারতের কোথায় কোথায় কোরোনা টেস্ট করা যাবে তার লিংক:- https://covid19cc.nic.in/icmr/Citizen/CCList.aspx

Image
https://covid19cc.nic.in/icmr/Citizen/CCList.aspx

শুভ মোহনবাগান দিবসের শুভেচ্ছা সবাইকে 💚❤️ জয় মোহনবাগান 💚❤️

Image