“RIP" - এর সংজ্ঞা কি ...? প্রায়শঃই আমরা দেখি যেই কারও মৃত্যুর খবর আসে তো অধিকাংশ লোক RIP লিখে msg করতে থাকেl আজকাল সোশ্যাল মিডিয়ায় লেখাপড়া জানা উচ্চশিক্ষিত লোক প্রকৃত অর্থ, প্রকৃত ভাব না জেনে, না বুঝে *RIP* লিখছেনl একে অপরকে দেখে RIP লেখার জন্য, বলার জন্য প্রতিযোগিতার লাইন লেগে যায়l আগে একটু বোঝার চেষ্টা করুন এই "RIP" কি? আজকাল দেখা যাচ্ছে কোনও মৃতাত্মার প্রতি RIP লেখা যেন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছেl এইরকম এইজন্য হয়েছে, বিদেশিদের নকল করার কারণে, আমাদের যুব সমাজের মধ্যে ধর্মের ভ্রান্তিমূলক ধারণা অথবা এই বিষয়ে তারা অবগত নয় বলে মূল বাক্য সংক্ষিপ্ত হয়ে গেছেl ''RIP'' শব্দের অর্থ "Rest in Peace'' (শান্তিতে আরাম করো)l এই শব্দ তাদের জন্য প্রযোজ্য যাদের কবরস্থিত করা হয়l কারণ খ্রিষ্টান বা মুসলিমদের মান্যতা অনুসারে যখন কোন 'জাজমেন্ট ডে' অথবা 'শেষ বিচারের দিন' আসবে, সেইদিন কবরস্থিত এই সমস্ত মৃতরা পুনরুজ্জীবিত হয়ে উঠবেl সেই কারণে, তাদের জন্য বলা হয়ে থাকে, সেই শেষ বিচারের দিনের অপেক্ষায় "শান্তিতে আরাম করো" তথা 'Rest in Peace...