"RIP" - এর সংজ্ঞা কি ...?

“RIP" - এর সংজ্ঞা কি ...? 

প্রায়শঃই আমরা দেখি যেই কারও মৃত্যুর খবর আসে তো অধিকাংশ লোক RIP লিখে msg করতে থাকেl আজকাল সোশ্যাল মিডিয়ায় লেখাপড়া জানা উচ্চশিক্ষিত লোক প্রকৃত অর্থ, প্রকৃত ভাব না জেনে, না বুঝে *RIP* লিখছেনl একে অপরকে দেখে RIP লেখার জন্য, বলার জন্য প্রতিযোগিতার লাইন লেগে যায়l

আগে একটু বোঝার চেষ্টা করুন এই "RIP" কি?

আজকাল দেখা যাচ্ছে কোনও মৃতাত্মার প্রতি RIP লেখা যেন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছেl এইরকম এইজন্য হয়েছে, বিদেশিদের নকল করার কারণে, আমাদের যুব সমাজের মধ্যে ধর্মের ভ্রান্তিমূলক ধারণা অথবা এই বিষয়ে তারা অবগত নয় বলে মূল বাক্য সংক্ষিপ্ত হয়ে গেছেl

''RIP'' শব্দের অর্থ "Rest in Peace'' (শান্তিতে আরাম করো)l এই শব্দ তাদের জন্য প্রযোজ্য যাদের কবরস্থিত করা হয়l কারণ খ্রিষ্টান বা মুসলিমদের মান্যতা অনুসারে যখন কোন 'জাজমেন্ট ডে' অথবা 'শেষ বিচারের দিন' আসবে, সেইদিন কবরস্থিত এই সমস্ত মৃতরা পুনরুজ্জীবিত হয়ে উঠবেl সেই কারণে, তাদের জন্য বলা হয়ে থাকে, সেই শেষ বিচারের দিনের অপেক্ষায় "শান্তিতে আরাম করো" তথা 'Rest in Peace'. 

কিন্তু হিন্দু ধর্মের মান্যতা অনুযায়ী শরীর নশ্বর, আত্মা অমর, সেইজন্য হিন্দুদের মৃতদেহ দাহ-সংস্কার করা হয়, সুতরাং, তাদের ক্ষেত্রে 'Rest in Peace' - এই কথাই আসে নাl হিন্দু ধর্ম অনুযায়ী মানুষের মৃত্যু হয়, আত্মা মানবদেহে থেকে বেরিয়ে অন্য কোনো নতুন জীব/কায়া/শরীর/ নবজাতকের মধ্যে প্রবেশ করেl (শিশু মাতৃজঠরে ভ্রূণ অবস্থায় থাকাকালীন আত্মা তার মধ্যে প্রবেশ করেl)
সেই আত্মার পরবর্তী যাত্রা হেতু গতি প্রদান করার জন্যই শ্রাদ্ধকর্মের পরম্পরা চলে আসছে এবং শান্তিপাঠের আয়োজন করা হয়l

অতএব, কোনও হিন্দু মৃতাত্মার জন্য 'বিনম্র শ্রদ্ধাঞ্জলি', 'ওম্ শান্তি', 'শ্রদ্ধাঞ্জলি', 'আত্মা সদগতিপ্রাপ্ত হোক' - এইরকম বাক্য লেখা উচিতl আর কোনো মুসলিম অথবা খ্রিষ্টান মিত্রের পরিজনের মৃত্যুর পরে তাদের জন্য 'RIP' লেখা যেতে পারেl

এটাই হয় যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতেও আমরা শর্টকাট (?) করার অভ্যাস বশতঃ আমাদের মধ্যে কিছু কিছু বন্ধুরা হিন্দু ব্যক্তির মৃত্যুতেও  'RIP' লিখে দেয়l এটা সর্বৈব অজ্ঞানতা আর অবিমৃষ্যকারিতা, এছাড়া কিছুই নয়l

সেইজন্য আপনারা সবাই চেষ্টা করবেন - ভবিষ্যতে এই ভুল না হয় এবং ভাববো আমরা স্বর্গীয় আত্মাকে। "শ্রদ্ধাঞ্জলি" জ্ঞাপন করব নাকি 'RIP'!

সমগ্র হিন্দু সমাজের কাছে নিবেদন আপনারা কোনো মৃত্যু সংবাদ পেলে বা শোক প্রজ্ঞাপন করার সময় এই দুটি শব্দবন্ধ ব্যবহার করতে পারেন :---
১) ওম শান্তি
২) ওম দিব্যান লোকান স্বঃ গচ্ছতু।

( ব্যাক্তিগত বা সম্প্রদায়গত কারোকে আঘাত করতে আমি এই পোস্ট করিনি। যদি কেউ ব্যাক্তিগত বা সম্প্রদায়গত আঘাত পান নিজগুণে আমাকে ক্ষমা করে দেবেন এই আশা রাখি।)
🙏🙏🙏

( সোসিয়াল মিডিয়া থেকে সংগৃহীত)

Comments