ফেসবুকের নতুন নিয়ম
1st October থেকে Facebook এ নতুন নিয়ম আসছে, এই Related Notification প্রায় সবাই পেয়েছে। এবার থেকে নিজের ফেসবুক একাউণ্টকে বাঁচিয়ে রাখার জন্য যে যে জিনিসগুলো করা বন্ধ করতে হবে, সেগুলো মন দিয়ে দেখুন -
@ Intellectual Property : অন্য কারোর নিজের বানানো ভিডিও (Movie Clip, YouTube Video, গান ইত্যাদি) তার Permission ছাড়া Upload করা যাবে না। কয়েকটা শেয়ার পেতে পারেন, এই আশায় এসব করা বন্ধ করুন।
@ Fraud or Scam : কোনো রকমের Fraud Website, Fraud Business বা Scam (ফেসবুকে কোনো Link Share করার আগে সেটা যাচাই করবেন) Promote করা যাবে না।
@ Mocking Victims : কাউকে নিয়ে Facebook এ Directly খিল্লি করা যাবে না। কারোর কোনো পোস্টের Screenshot তুলে (যদি সেই পোস্টটা কোনো অপরাধযোগ্য না হয়) উপহাসের পাত্র বানানো চলবে না।
@ Bullying : কাউকে Facebook এ সবার সামনে Directly অপমান করা চলবেনা৷ এটা অনেকটা আগের Point টার মতোনই। অপমান, উপহাস - এসব বন্ধ করতে হবে।
@ Child Abuse : কোনো বাচ্চাকে Mentally & Physically Harassment করা চলবে না ফেসবুকে। এবং এই ধরনের কোনো ভিডিও আপলোড করা যাবে না। মজার ছলে বাচ্চাদের কোনোরকম Nudity Related ফটো ও পোস্ট করা যাবে না।
@ Animal Abuse : কোনো পশুপাখিকে মারা হচ্ছে - এমন ভিডিও আপলোড করা যাবে না। সেই ভিডিওটা যদি আপনি প্রতিবাদ করার জন্যও আপলোড করেন, তাহলেও Blur করে দেবেন জিনিসটা। কিন্তু Directly Upload করবেন না।
@ Sexual Activity : কোনোরকম Sexual Video আপলোড করবেন না। কোনোরকমের MMS, Kissing Scene, Adult Movie Scene (শিক্ষণীয় হলে সমস্যা নেই) Upload করা যাবে না।
@ Suicide or SelfInjury : কোনোরকম Suicidal Post আপলোড করা চলবে না। Hanging Photo, Blade দিয়ে হাত কাটা হচ্ছে এমন Photo Upload করা যাবে না। রক্ত দেখা যাচ্ছে - এমন কোনো ধরনের ফটোই আপলোড করা যাবে না।
@ Hate Speech : কোনো মানুষের বিরুদ্ধে, কোনো সংগঠনের বিরুদ্ধে, কোনো জাতির বিরুদ্ধে Hate Speech দেওয়া চলবে না। Example : 'Rhea Chakraborty একজন পরোক্ষ খুনি' - এই ধরনের কথা বলা চলবে না, সে যতই সত্যি হোক না কেন! আর অবশ্যই, Abusive Words ব্যবহার করা বন্ধ করতে হবে। পাতি বাংলায় বলতে হলে, Openly গালাগালি দেওয়া যাবে না। একান্ত দিতেই হলে শব্দটা Mute করে দিন, বা লেখার সময় *Star* দিয়ে দিন।
@ Promoting Drug Use : কোনো ধরনের Drug বা নিষিদ্ধ ওষুধ Promote করা যাবে না। সিগারেট বা গাঁজার ছবি আপলোড করাও কমিয়ে দিন। যদি একান্তই করতে হয়, তাহলে 'Smoking is Injurious To Health' লাইনটা ব্যবহার করবেন।
@ Non Consensual Intimate Images : Kissing Picture, Nude/Semi Nude Photo, Intimating Photos - এগুলো আপলোড করা বন্ধ করতে হবে। Meme বানানোর জন্যও এগুলো ব্যবহার করা যাবে না।
@ Sexual Exploitation : কাউকে ফেসবুকে Sexual Abouse করা যাবে না। এই ধরনের কোনো ভিডিও বা ফটো আপলোড করা যাবে না (শিক্ষণীয় হলে সমস্যা নেই)। অন্য কোনো Gender এর মানুষকেও Sexually অপমান করা যাবে না।
@ Harrasment : কাউকে কোনো বিষয়ে ফেসবুকে Harras করা যাবে না। Post করে, Comment Section এ বা Inbox এ Harassment করা বন্ধ করতে হবে। এটা একটা খুব বড় Cyber Crime, কেউ Complain করলে Jail পর্যন্ত হতে পারে।
@ Unauthorized Sales : ফেসবুকে এমন জিনিসের মার্কেটিং করা বন্ধ করতে হবে, যেগুলো Legal নয়। এবং এর সাথে Piracy Promote (Torrent/Telegram Etc.) বন্ধ করতে হবে। Comment Box & Messenger এ এই ধরনের কোনো Link দেওয়ার চেষ্টাও করবেন না।
@ Violence : কোনোরকম মারামারির Video Upload করবেন না (Including WWE)। হিংসা ছড়াবেন না ফেসবুকে। কোনো ফটো বা ভিডিওতে রক্ত দেখা গেলে সেটা Blur করতে ভুলবেন না।
@ Sharing Private Images : কোনো ধরনের Private Image Upload করবেন না ফেসবুকে। 'নতুন MMS Viral হয়েছে, Link লাগলে কমেণ্ট করো' টাইপের পোস্ট করা চলবে না। ফেসবুক কে পর্নসাইট বানানো বন্ধ করতে হবে।
@ False News : ভুলভাল খবর ছড়ানো বন্ধ করতে হবে। দুটো লাইক-শেয়ারের জন্য যাকে তাকে যখন তখন মৃত ঘোষণা করে দেবেন না। কোনো News Share করার আগে ভালো করে যাচাই করে তবেই সেটা আপলোড করবেন। COVID-19 Related False News তো ভুলেও আপলোড করবেন না।
@ Spam : পোস্ট করে বা কমেণ্টে Spam করবেন না। কোনো জিনিস কপি-পেস্ট করে পোস্ট করা বা কমেণ্ট করা কমাতে হবে। একই কমেণ্ট একাধিক বার করা বন্ধ করুন। নিজের YouTube Channel এর Link অন্য কোনো পোস্টের কমেণ্ট বক্সে দেওয়া বন্ধ করুন। কেউ '2K-3K Comment করো' বলে কোনো পোস্ট করতে বললে Ignore করবেন। এই ধরনের কোনো পোস্টও করবেন না। এটা পুরোপুরি SPAM এর Under এ পড়ে।
@ Terrorism : ফেসবুকে Terrorism Promote করবেন না। কোনো Terrorist এর ছবি Directly Upload করবেন না, বা তার নাম ব্যবহার করবেন না। দুষ্কৃতিদের আক্রমণে মারা গেছে এমন কারোর ফটোও শেয়ার করবেন না।
উপরের পয়েন্ট গুলো নিজে তো পোস্ট করবেনই না, কেউ পোস্ট করলে সেটা শেয়ারও করবেন না।এই ধরনের কিছু পোস্ট করলে ফেসবুক নিজে থেকেই সেই পোস্টটা Delete করে দেবে। এবং এর সাথে পেনাল্টি হিসেবে আপনাকে Ban করে দিতে পারে ।
অতএব, সাবধান। সবাইকে সতর্ক করে দিন ।
Comments
Post a Comment