আল কায়দা জঙ্গী গ্রেফতার মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর অঞ্চল থেকে:-
আজ ভোরবেলা NIA আধিকারিকরা অপারেশন চালিয়ে সর্বমোট 9 জন সন্দেহজনক আল-কায়দা জঙ্গীকে গ্রেফতার করল। তাদের মধ্যে 6 জন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর অঞ্চল থেকে এবং 3 জন কেরলা থেকে। সূত্রের খবর, কেরলের 3 জনের মধ্যে 2 জনই আবার মুর্শিদাবাদের বাসিন্দা।
ধৃতদের কাছ থেকে বোমা তৈরির উপাদান, দেশীয় পিস্তল, ধারালো অস্ত্র, ডিজিটাল ডিভাইস, জেহাদি কাগজপত্র-সহ অনেক জিনিস উদ্ধার হয়েছে। তাদের জেরা করে প্রাথমিকভাবে জানা গিয়েছে, পাকিস্তানে আশ্রয় নেওয়া আল-কায়দা জঙ্গিদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয়েছিল ধৃতদের। তারপর তাদের বক্তব্য অনুপ্রাণিত হয়ে দিল্লি-সহ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় একাকী হামলার ছক কষছিল তারা। এর জন্য টাকা সংগ্রহ করার পাশাপাশি ধৃতদের মধ্যে কেউ কেউ দিল্লি গিয়ে অস্ত্র জোগাড়ের পরিকল্পনাও করেছিল।
Comments
Post a Comment