আগামীকাল বহু প্রতীক্ষিত আপার প্রাইমারি মামলার শুনানি

 আগামীকাল বহু প্রতীক্ষিত আপার প্রাইমারি মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। ইচ্ছামত টেটের নাম্বার বাড়িয়ে দেওয়া, রেসিও না মানা প্রভৃতি অভিযোগে জেরবার উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে আগামীকাল। আপার প্রাইমারির বঞ্চিত হবু শিক্ষকদের হয়ে এই মামলা গুলি লড়বেন আইনজীবী ফরদৌস সামিম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য। এই মামলার দিকেই তাঁকিয়ে রয়েছেন রাজ্যের কয়েক হাজার চাকরি প্রার্থী।       আগামীকাল প্রথম দুটি মামলাই রয়েছে আপার প্রাইমারী সংক্রান্ত। প্রথম মামলাটি আছে ভানু রায় বনাম রাজ্য সরকার। এই মামলায় চাকরিপ্রার্থীদের হয়ে লড়বেন আইনজীবী ফিরদৌস শামিম। অন্যদিকে দ্বিতীয় মামলাটি হল আস্তারুল ইসলাম বনাম রাজ্য সরকার। এই মামলায় চাকরিপ্রার্থীদের হয়ে লড়বেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য। এই মামলার উপরেই নির্ভর করছে স্কুলের উচ্চ প্রাথমিক স্তরে নিয়োগ। চাকরি প্রার্থীদের আশা এবার বঞ্চনার অবশান ঘটবে এবং হাইকোর্টের রায় তাঁদের পক্ষেই আসবে।

Comments