ভিভিভিভি
বাবা তুমি আমার চালিকা শক্তি ছিলে। বাবা তুমি অমৃতলোকে ভালো থেকো , আমাদেরও ভালো রেখো। ...... আমার পিতৃতর্পণ গঙ্গার ঘাটে ভীর করে নয়। আমার চোখের জলে আমি তর্পণ সারব৷...মৃত্যু মানে সত্যই কি আত্মবিস্মৃতি ? তাহলে প্রশ্ন জাগে কেন পিতৃপুরুষরা আসেন সন্তানদের হাতে জলসিঞ্চিত হতে! শাস্ত্র মতে আলাদা করে স্মরনের দিন আজ। কিন্তু মন্ত্র উচ্চারণ করে নয় হৃদয়ের অন্তর স্থল থেকে একাকী অশ্রু বিসর্জনের দ্বারা তোমাকে ভাববো বাবা। অনেক কিছুই ভেবে উঠতে পারছিনা বাবা.... বড্ড গুলিয়ে ফেলছি সব। তোমাকে ছাড়া ভাবতেই কষ্ট হচ্ছে বুক টা তে খুব.. খুব.. খুব। নিঠুর এই দুনিয়া..... । তোমার মত আপন কেউ নয় বাবা.....।
Comments
Post a Comment